top of page

8695521301
8695521302

এন-আই-সি-ইউ (N.I.C.U)



নবজাতক ইনটেনসিভ কেয়ার বিভাগ :
নবজাতক অপ্রাপ্ত বয়সে ভূমিষ্ঠ ও অসুস্থ্য নবজাতক শিশুদের চিকিৎসা ও নিবিড় পরিচর্যার বিভাগ হল নবজাতক ইনটেনসিভ কেয়ার বিভাগ ।
বিভিন্ন কারনে কিছু শিশু নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে যায়, তখন তাদের মাতৃগর্ভের মত অনুকূল পরিবেশের প্রয়োজন পড়ে।
কিছু নবজাতক শারীরিক সমস্যা নিয়ে ও জন্মগ্রহণ করে থাকে, যার জন্য তৎক্ষণাৎ চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র তার জীবন রক্ষা করতে পারে।
নবজাতক ইনটেনসিভ কেয়ার বিভাগ হচ্ছে সেই সব নবজাতকদের জন্য সহায়তা বিভাগ।
নবজাতক ইনটেনসিভ কেয়ার বিভাগ এর সাফল্য মূলত নির্ভর করে আধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রপাতি, সার্বক্ষণিক সেবা এবং ডাক্তারদের উপস্থিতির উপর যা ইডেন হেলথ পয়েন্ট নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ উপলব্ধ।
bottom of page